ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আদালতের নির্দেশ অমান্য করছে নিপুণ

আল আমিন | প্রকাশিত: ২৮ মার্চ ২০২২ ০৫:০৩

আল আমিন
প্রকাশিত: ২৮ মার্চ ২০২২ ০৫:০৩

ফাইল ছবি

বিনোদন ডেস্ক: নিপুন আদালতের নির্দেশ মানছেন না বলে অভিযোগ করেছেন অভিনেতা জায়েদ খান। এক বিবৃতিতে তিনি এক অভিযোগ করেন।

জায়েদ খান বলেন, সদ্য বিগত হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ এখনো অমিমাংসিত। আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্বেও নিপুণ ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে সকল সংগঠনের কার্যক্রমে অংশ নিচ্ছে, এটা স্পষ্ট আদালত অবমাননা।

আদালত চেয়ারের ওপর ‘স্থিতাবস্থা’ জারি করে রেখেছেন। শনিবার এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে মিটিংয়ের বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেন অভিনেতা সাইমন সাদিক। ছবিগুলোতে অন্যান্যদের সঙ্গে নিপুণও রয়েছেন।

জায়েদ বলেছেন, আদালতের নির্দেশনা থাকা সত্বেও সাধারণ সম্পাদকের চেয়ারে তিনি বসছেন, বিধি লঙ্ঘন করছেন। এটা মোটেও কাম্য নয়। তারা মিটিং করে আবার ফেসবুকেও পোস্ট দিয়ে জানিয়ে দিচ্ছে। আদালতের ওপর কোনো আস্থা নেই তাদের।

তবে নিপুণ বলছেন, ‘আমি সাধারণ সম্পাদক হিসেবে নই, আমি একজন শিল্পী হিসেবে দায়িত্ব পালন করছি। তারা কেউ আসছে না। কার্যালয়ের কর্মীদের বেতন দিচ্ছে না। ওদের বেতন কে দেবে। দীতি আপার মৃত্যুবার্ষিকী, মিজু আহমেদ ভাইয়ের মৃত্যুবার্ষিকী এসব তো করতে হবে। আমি শিল্পী হিসেবে দায়িত্ব পালন করছি, এটা অন্য কিছু নয়।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: