
৯৫ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। রোববার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়, রানি কোভিড-১৯ পরীক্ষায় পিজিটিভ হয়েছেন।
প্যালসের পক্ষ থেকে জানানো হয়, রানির মৃদু ঠান্ডার মতো উপসর্গ দেখা দিয়েছে। আগামী সপ্তাহে উইন্ডসরে 'হালকা কাজগুলো' চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে। তার চিকিৎসাসেবা চলতে থাকবে এবং তিনি যথাযথ নির্দেশনা মেনে চলবেন। গত ১০ ফেব্রুয়ারি রানির বড় ছেলে প্রিন্স চার্লস করোনা শনাক্ত হওয়ার পর এ খবর আসলো।
প্রতিবেদনে বলা হয়, বোঝা যাচ্ছে, উইন্ডসর ক্যাসেলে যেখানে রানি থাকেন, সেখানে বেশ কয়েকজন কোভিড পিজিটিভ হয়েছেন। ২০২১ সালের জানুয়ারিতে রানির প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন এবং তারপরে তার পরবর্তী ডোজ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও রানীর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সাধারণত গোপন রাখা হয়, তবুও প্যালেস আগেই নিশ্চিত করেছে যে তাকে কোভিড-১৯ এর বিরুদ্ধে পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি, এনডিটিভি
আপনার মূল্যবান মতামত দিন: