ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বুবলী-শাকিবের সন্তানের নাম শেহজাদ খান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৫

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলীকে নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও এবার সবকিছুই পরিষ্কার হচ্ছে। শাকিব খানের সন্তানের মা হয়েছেন বুবলী। সেই ছেলের নাম রাখা হয়েছে শেহজাদ খান।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন বুবলী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে কাছে শাকিব খান ও বুবলীর সন্তানের কিছু ছবি ভাইরাল হয়েছে।

এই তারকা জুটির সন্তানের বয়স বর্তমানে আড়াই বছর। একটি ছবিতে সন্তানকে নিয়ে কিছুতে মগ্ন থাকতে দেখা গেছে শাকিব খানকে। অন্য এক ছবিতে মা বুবলীর কোলে দেখা মিলেছে ছেলে শেহজাদ খানের।

এই তারকা জুটির ঘনিষ্ঠ সুত্র থেকে জানা গেছে, খুব শীঘ্রই নিজেদের সন্তানের বিষয়ে গণমাধ্যমে কথা বলবেন তারা। তখনই বিস্তারিত জানা যাবে।

জানা যায়, ২০২০ সালে কাজী হায়াতের ‘বীর’ সিনেমার শুটিং চলাকালীন শাকিব-বুবলীর প্রেমের শুরু। এরপর বুবলীর পাড়ি জমান আমেরিকায়। সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন। এরপর দেশে ফিরে ফের সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এর মধ্যে গত মঙ্গলবার হঠাৎ করেই নিজের বেবি বাম্পের একটি ছবি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। এরপরই জানা যায়, সন্তানের মা হয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: