ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পুত্রসন্তানের বাবা-মা হলেন রাজ পরীমনি

সেলিম সোহেল | প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ১৭:০২

সেলিম সোহেল
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ১৭:০২

পরিমনি রাজ

বিনোদন ডেস্কঃ পুত্রসন্তানের বাবা-মা হলেন চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পরীমনি আজ (১০ আগস্ট) বিকাল ৫টা ৩৬ মিনিটে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেন। বিষয়টি নিশ্চিত করেন চিত্রপরিচালক রায়হান জুয়েল। পরে শরিফুল রাজও বিষয়টি নিশ্চিত করেছেন। 

মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন জানিয়ে এই অভিনেতা বলেন, ‘সব কিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের জন্য দোয়া করবেন।’

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। তিনি জানিয়েছিলেন, মেয়ে হলে নাম রাখবেন রানী আর ছেলে হলে রাজ্য।

গত বছর ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ পরীমনি। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে পরীমনির বনানীর বাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল হন পরিচালক রেদওয়ান রনি। 

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার শুটিং করার সময় প্রেমের সম্পর্কে জড়ান দুজন। যদিও এমন গুঞ্জন আগে থেকেই ছিল। কিন্তু সেই গুঞ্জন থামিয়ে দিয়ে গত ১০ জানুয়ারি পরীমনি মা হওয়ার খবর প্রকাশ করেন। 

 


আপনার মূল্যবান মতামত দিন: