ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

স্নিগ্ধার প্রযোজনায় ঈদের ধারাবাহিক নাটক ‘ট-তে টাকা’

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২ জুলাই ২০২২ ২২:৫২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২ জুলাই ২০২২ ২২:৫২

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : জনপ্রিয় টিভি অভিনেত্রি স্নিগ্ধা মোমিনের প্রোডাকশন হাউজ এস এম মাল্টিমিডিয়ার প্রযোজনায় ঈদুল আযহার ধারাবাহিক ৬ পর্বের নাটক ‘ট-তে টাকা’ মমর রুবেল রচনায়, অভ্র মাহমুদ পরিচালনায়, ক্যামেরায় লাভলু হাসান, চ্যানেল নাইন এর জন্য নির্মিত। ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত সন্ধা ৬:৪০ মিনিটে প্রচার হবে।

অভিনয় শিল্পীরা হলেন -প্রান রয়, ইমতু রাতীশ, হোসেন নীরব, ফকরুল বাসার মাসুম, সঞ্চিতা, সাজাহান সৌরভ ও নাদিম খানসহ আরো অনেকে।

ইমতু রাতীশ জানায়, এ্যাকশন, কমেডি গল্পটি দর্শকদের বিনোদনের কোন কমতি না হয় এজন্য নিরলস কাজ করে যাচ্ছেন, ট-তে টাকা অভিনয় করে অনেক ভালো লেগেছে। একটা ব্যতিক্রম গল্প দর্শকদের উপহার পাবে যেখানে হাসি,আনন্দ, কান্না আমাদের সমাজে এমন কিছু ঘটনা মুখোমুখি হতে হয় অনেক পরিবারকে। ভবিষৎতে সুযোগ হলে এস এম মাল্টিমিডিয়ার প্রযোজনায় দর্শকদের চাহিদা ধরন অনুযায়ী নাটকে অভিনয় করবেন।

নাটকের সবগুলো পর্ব গ্লোবাল টিভি অনলাইন ইউটিউব চ্যানেলে দেখা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: