ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

হাইকোর্টের রায়ে জায়েদ খানই সাধারণ সম্পাদক

বিদেশ বার্তা | প্রকাশিত: ৩ মার্চ ২০২২ ০২:১৭

বিদেশ বার্তা
প্রকাশিত: ৩ মার্চ ২০২২ ০২:১৭

জায়েদ খানই সাধারণ সম্পাদক

জায়েদ খানই থাকছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল এবং চিত্রনায়িকা নিপুণ আক্তারকে নির্বাচিত ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তকে অবৈধ উল্লেখ করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন বুধবার (২ মার্চ)।
এদিন নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

এদিকে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান সাংবাদিকদের বলেন, আমার বিরোধিতা করেছেন শিল্পীরাই। জনপ্রিয়তাই আমার শত্রুতার কারণ। আমি ন্যায়বিচার পেয়েছি। আদালতের রায়ের প্রতি আমি কৃতজ্ঞ। আমার জন্য অনেক শিল্পী ও শুভাকাঙ্ক্ষী রোজা রেখে দোয়া করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।

অন্যদিকে বিএফডিসির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আবারও আপিল করার কথা জানিয়েছেন নিপুণ আক্তার।

গতকাল মঙ্গলবার একই বেঞ্চে এ সংক্রান্ত রুলের ওপর শুনানি হয়। এরপর আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন হাইকোর্ট।

 



আপনার মূল্যবান মতামত দিন: