ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পিকে’র সঙ্গে শাকিরার বিচ্ছেদ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ জুন ২০২২ ০৪:৪২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ জুন ২০২২ ০৪:৪২

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১২ বছর সম্পর্কের ইতি টানলেন বার্সেলোনা তারকা জেরার্ড পিকে ও পপ সম্রাজ্ঞী শাকিরা।

শনিবার (৩ জুন) শাকিরার নিজস্ব কমিউনিকেশন এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার’র।

এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে শাকিরা বলেন, দুঃখজনক হলে সত্যি যে, আমরা সম্পর্কের ইতি টানলাম। আমাদের সন্তানদের কথা মাথায় রেখে বিষয়টি গোপন রাখার ব্যাপারে আশা করি আপনারা সচেতন থাকবেন। এটি সম্মানের সহিত নেবেন। বিষয়টি বুঝার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল সম্ভবত জীবনের সবচেয়ে বড় ভুলটাই করে ফেলেছেন স্প্যানিশ তারকা ফুটবলার জেরার্ড পিকে। বার্সার এ তারকা শুধু একজন বিশ্বসুন্দরীর সঙ্গেই প্রতারণা করেননি, ধোঁকা দিয়েছেন বিশ্বসেরা একজন পপস্টারকেও।’ পিকে-শাকিরার সম্পর্ক নিয়ে মার্কা তাদের প্রতিবেদনের শুরুটা করেছে ঠিক এই লাইনগুলো দিয়েই।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ‘ওয়াকা-ওয়াকা’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন পপস্টার শাকিরা। বলতে গেলে তার ওই গানে মজেছিল গোটা বিশ্ব। শাকিরার সুর ছুঁয়ে গিয়েছিল স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের হৃদয়ও। এরপর দুজনের প্রেম আর সংসার। দীর্ঘ ১২ বছর একসঙ্গে থেকেছেন তারা।

সম্প্রতি শাকিরার ‘তে ফেলিসিতো’ নামে একটি গান রিলিজ পেয়েছে। যার লিরিকের পরতে পরতে পিকের প্রতি ক্ষোভ ঝেড়েছেন কলম্বিয়ান বংশোদ্ভূত এই গায়িকা। গানের লিরিকে বলা আছে, ‘আমি তোমাকে গড়তে গিয়ে নিজেকে ভেঙেছি। আমাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু মনোযোগ দিইনি তখন। এরপর আমি জানতে পারলাম যে তোমারটা (ভালোবাসা) মিথ্যা ছিল। আমি তোমাকে ভালোভাবেই জানি, আমি জানি তুমি মিথ্যাবাদী। তোমাকে অভিনন্দন জানাচ্ছি, সন্দেহ নেই তুমি ভালো অভিনেতা, আশা করছি তোমার অভিনয় চলতেই থাকবে, তোমাকে সেখানেই মানায়।’



আপনার মূল্যবান মতামত দিন: