ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

এ প্রজন্মের বিস্ময় কণ্ঠের সঙ্গীতশিল্পী তৃষা

বিদেশ বার্তা | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৫

বিদেশ বার্তা
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৫

মারুফা জান্নাত তৃষা

মারুফা জান্নাত তৃষা কক্সবাজারের এ প্রজন্মের সঙ্গীতশিল্পী। ২০১৭ সালের সেরা কণ্ঠের প্রথম রানার্সআপ তিনি। রুনা লায়লার গাওয়া জনপ্রিয় গান ‘শেষ করোনা শুরুতে খেলা’গানটি সেই প্রতিযোগিতার একটি পর্বে গেয়ে চার বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, মিতালী মুখার্জি ও কুমার বিশ্বজিতসহ শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিলেন।

আবার কুমার বিশ্বজিতের গাওয়া ‘যেখানে সীমান্ত তোমার’গানটি আরেকটি রাউন্ডে গেয়ে এতটাই মুগ্ধ করেছিলেন বিচারকদের যে, সেই রাউন্ডে তৃষা হয়ে যান পারফর্মার অব দ্য ডে।

তার অসাধারণ গায়কীর জন্য বিচারকরা তাকে দাঁড়িয়ে অনুপ্রেরণা দিয়েছিলেন। তৃষার প্রতি যে কারণে আস্থা বেড়ে যায় সবার। স্টেজ শোতে তার বেশ ব্যস্ততা রয়েছে। মৌলিক গানের সংখ্যা তার খুব বেশি না।

গান নিয়ে নিজের ভাবনা প্রসঙ্গে তৃষা বলেন, আমার সবচেয়ে প্রিয় শিল্পী শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যাডাম। ছোটবেলা থেকেই তাকে দেখতে দেখতে বড় হওয়া আমার। সেরা কণ্ঠে অংশগ্রহণ করা তাকে অনুপ্রাণিত হয়েই। গান নিয়ে একটাই স্বপ্ন আমার, খুব ভালো কিছু গান করে যেতে চাই। এমন কিছু গান যা মানুষের মনে গেঁথে যুগের পর যুগ মানুষের মাঝেই থেকে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: