
নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় অটোরিকশার ধাক্কায় নার্গিস বিবি (৩৭) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চলন বিলের সিংড়া টু তাড়াশ-বারুহাস ডুবন্ত সড়কের ডাহিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া গ্রামের হাবিল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য রুবেল হোসাইন জানান, নিহত নার্গিস বিবি ধানের খোলা থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তা পারাপার হতে গিয়ে চলন্ত একটি অটোরিকশার ধাক্কায় আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাটি তার জানা নেই। এ ঘটনায় কেউ অভিযোগও দেননি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: