ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নির্দেশ

আল আমিন | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ০৫:৩৩

আল আমিন
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২ ০৫:৩৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  দেশের প্রতিটি ইউনিয়নে জেলা প্রশাসকদের (ডিসি) ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিল বোর্ড স্থাপনে নির্দেশনা দিয়েছে সরকার।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পত্রের আলোকে দেশের ইউনিয়ন পরিষদসমূহে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিল বোর্ড স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগে ৫ নং পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সালাউদ্দিন ভূঁইয়া সকল ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিলবোর্ড স্থাপনের অনুরোধ করেন।

পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয়।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: