
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বরগুনা একটি অবহেলিত জনপদ ছিল। টুঙ্গিপাড়া থেকে স্পিডবোটে বরগুনা পৌঁছে আমি সবকিছু ঘুরে ঘুরে দেখেছি। অবহেলিত বরগুনার অনেক উন্নয়ন হয়েছে। ধীরে ধীরে চিত্র পাল্টে যাবে। দক্ষিণাঞ্চল এখন আর পিছিয়ে থাকবে না।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বরগুনা খাজুরতলা এলাকায় আশ্রয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বরগুনার মানুষ আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিল। এই কারণে আমি বরগুনার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ‘আমি এখনও মনে করি, আমি বরগুনার এমপি।’
ঈদ উপহার উপলক্ষে বরগুনায় তৃতীয় ধাপে ৪১১জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা আশ্রয়নে এ ঘর হস্তান্তর করেন তিনি।
ঈদ উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পেয়ে আনন্দিত উপকারভোগীরা। বরগুনার খাজুরতলা এলাকায় ইতিমধ্যে ৩২৯ টিঘর কাজ সম্পন্ন হয়েছে এবং তা হস্তান্তর করা হয়েছে ।১১.৪৫ একর জমিতে ৫শ টি আশ্রয়নের ঘর হবে যেটি হবে দেশের সর্ববৃহৎ আশ্রয়ন প্রকল্প।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: