ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

‘এবার ৬৫ বছরের বেশি বয়সীদের হজের সুযোগ নেই’

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২ ০৫:১২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২ ০৫:১২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে নিবন্ধন করা থাকলেও ৬৫ বছরের বেশি বয়সীরা চলতি বছরে হজের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সৌদি সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, যারা হজে যেতে আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ পার হয়ে গেছে তারা এবার হজে যেতে পারবেন না। এ বিষয়টি বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

তিনি জানান, প্রতি বছর হজ ব্যবস্থাপনা শেষ করতে ৪-৬ মাস সময় পাওয়া যায়। তবে এবার সময় মাত্র ৩৪ দিন। এজন্য শুক্র ও শনিবারও অফিস খোলা রেখে আমরা কাজ করেছি। এর মধ্যেই সব কাজ শেষ করতে হবে।

ফরিদুল হক খান বলেন, নগদ ইসলামিক অ্যাপ থেকে যাকাত ক্যালকুলেটরের মাধ্যমে যাকাতের হিসাব খুব সহজে করা যায়। এতে আরো আছে সম্পূর্ণ কোরআন শোনার ব্যবস্থা, নামাজের সময়সূচি ও বিভিন্ন হাদিস ও দোয়ার সংকলন।

করোনাভাইরাসের মহামারির কারণে দুই বছর বন্ধ রাখার পর বিদেশিদের জন্য এবার হজের দুয়ার খুলছে; বাংলাদেশ থেকে এ বছর মোট ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। ২০২০ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা ঠিক করেছিল সৌদি আরব। কিন্তু মহামারি ছড়িয়ে পড়ায় সেবার বিদেশ থেকে কারও আর হজে যাওয়ার সুযোগ হয়নি। পরের বছর একই পরিস্থিতি থাকে। ওই দুই বছরে সৌদি আরবে থাকা ৬০ হাজার বিদেশিই কেবল কঠোর স্বাস্থ্যবিধির মধ্যে হজ করার সুযোগ পেয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: