ঢাকা | শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি হত্যা মামলায় গ্রেপ্তার ৪

এ আর লিমন | প্রকাশিত: ৬ মার্চ ২০২৫ ১৩:২৪

এ আর লিমন
প্রকাশিত: ৬ মার্চ ২০২৫ ১৩:২৪

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নূর (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

বুধবার (৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প-১৯ এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- রোহিঙ্গা ক্যাম্প ২০ এর এম ৩২ ব্লকের ৩/৪ এলাকার নুর হোসেনের ছেলে মো. মোজাম্মল, ইউসুফের ছেলে কামাল হোসেন, জাফরের ছেলে মোহাম্মদ সিদ্দিক ও রশিদ আহমেদের ছেলে জুবায়ের।

সিরাজ আমীন বলেন, ‘‘মঙ্গলবার রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের হেড মাঝি মোহাম্মদ নুরকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বুধবার এ ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী সামিরা বেগম। পরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’’

 



আপনার মূল্যবান মতামত দিন: