
নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কালবৈশাখী ঝড় এলে লঞ্চকে নিরাপদ স্থানে নিয়ে আসতে হবে। অনুমোদিত সংখ্যার চেয়ে লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। সময়মতো ছেড়ে যাবে লঞ্চ।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ঝুঁকি নিয়ে যাত্রীরা লঞ্চে উঠবেন না। প্রয়োজনে যাত্রীর চাপ সামাল দিতে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে।
আজ রবিবার সদরঘাট টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদ সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌপুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা কাজ করছেন তারা নিজেদের নিরাপত্তার কথা ভাবছেন না। আমরা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করছি।’
তিনি বলেন, ‘ঝুঁকি নেওয়ার চেয়ে জীবন অনেক মূল্যবান। আমরা আগামী ২০২৫-২৬ সালে আরও নিরাপত্তার সঙ্গে যাত্রী পারাপার করতে পারব।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: