ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

তারাগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

আল আমিন | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২ ০৫:০৯

আল আমিন
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২ ০৫:০৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: রংপুরের তারাগঞ্জে বিআরটিসি বাস ও মিনিবাসের সংঘর্ষে বিআরটিসির বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীর নাম বনিতা রানী (২৫)। এ সময় আরও ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

রবিবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বেলতলী এলাকার ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বনিতা রানী তারাগঞ্জের পাগলাপীরের ষষ্ঠী রায়ের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রংপুরগামী বিআরটিসি বাস ও রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী নুরানী ট্রাভেলস নামে অপর একটি বাস ওই বিদ্যালয়ের সামনে পৌঁছালে ওভারটেক করার সময় সংঘর্ষ হয়। এ সময় বিআরটিসির বাসটি সড়ক থেকে ছিটকে নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী যাত্রী নিহত হন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় বিআরটিসি বাসের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের স্বামী ষষ্ঠী মহন্ত।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: