ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশের মানুষ আ.লীগের বিচার দেখতে চায়: জামায়াতের আমির

সেলিম সোহেল | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৫ ২০:০৭

সেলিম সোহেল
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৫ ২০:০৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‍“আওয়ামী লীগ মিথ্যা মামলায় সাজানো সাক্ষী দিয়ে প্রহসনমূলক বিচারের মাধ্যমে আলেম-ওলামাদের ফাঁসি দিয়েছে। আওয়ামী লীগ প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ ছিল ক্ষমতার রাক্ষস, তারা গণহত্যাকারী। তাই এদেশের মানুষ আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের বিচার দেখতে চায়।”

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বরিশাল মহানগর জামায়াতের আমির মো. জহির উদ্দীন বাবরের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, “চাঁদাবাজ, লুটপাটকারী ও দখলদারদের বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী মাথা তুলে দাঁড়াতে পারবে না।” 

তিনি আরো বলেন, “তৈরি থাকুন, এখনো যুদ্ধ শেষ হয়নি। যুদ্ধ কেবল শুরু হয়েছে মাত্র। আগাছা-পরগাছা সাফ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলতে থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকার দেশ থেকে জামায়াতে ইসলাকে নির্মূলের নামে অন্যায়ভাবে প্রহসনমূলক বিচারের মাধ্যমে অনেক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। তাদের শত চেষ্টা সত্ত্বেও দেশ থেকে জামায়াতে ইসলাম নির্মূল হয়নি।”

সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মো. আব্দুল জব্বার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য খলিলুর রহমান মাদানী বক্তব্য দেন। 



আপনার মূল্যবান মতামত দিন: