ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলন শুরু

সেলিম সোহেল | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৫ ১১:৩৬

সেলিম সোহেল
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৫ ১১:৩৬

রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরের কর্মী সম্মেলন শুরু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা থেকেই মঞ্চে জামায়াতের স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেছেন। এছাড়া বক্তব্যের ফাঁকে ফাঁকে ইসলামিক গান পরিবেশন করা হচ্ছে। 

কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি রাজশাহী এসেছেন। দীর্ঘ ১৫ বছর পর রাজশাহীতে বড় পরিসরে জামায়াতের এমন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। 

এদিকে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাদ্রাসা মাঠে প্রবেশ করছেন। মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জামায়াতে ইসলামীর শৃঙ্খলা বিভাগের স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মো. কেরামত আলী। 

সম্মেলনে প্রায় লক্ষাধিক নেতাকর্মী সমবেত হওয়ার আশা করা হচ্ছে। কর্মী সম্মেলন ছাড়াও এদিন দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকাল ৩টায় মহিলা সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এ জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: