ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের সুপারিশ

সেলিম সোহেল | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৫ ২০:১৯

সেলিম সোহেল
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৫ ২০:১৯

বুধবার সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে অন্যতম হলো—অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা।

সংবিধান সংস্কার কমিটির সুপারিশগুলো হলো—রাষ্ট্রের পাঁচ মূল নীতি হবে—সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। সাংবিধানিক কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ। এদিন চার সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। 

সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দাখিলের পর অন্তর্বর্তী সরকার আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সংস্কারের মূল বিষয় গণঅভ্যুত্থান। সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে চার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পরে সংস্কার কমিশন ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে বিষয়গুলো চূড়ান্ত করা হবে



আপনার মূল্যবান মতামত দিন: