ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফরিদপুরে জনসভা করবেন হাসনাত-সারজিস

সেলিম সোহেল | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৫ ০১:০০

সেলিম সোহেল
প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৫ ০১:০০

ফরিদপুরে জনসভা করবেন হাসনাত-সারজিস

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আগামী ৬ জানুয়ারি বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ হবে। এতে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু।

তিনি বলেছেন, “সারা দেশের মতো ফরিদপুরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ হবে। এতে যোগ দেবেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ উপলক্ষে আমাদের প্রস্তুতি চলছে। আগামী ৪ জানুয়ারি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের ফরিদপুরে আগমন উপলক্ষে বুধবার বিকেলে প্রস্তুতি সভা হয়েছে। শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মডেল মসজিদ এবং পৌর অডিটরিয়ামের সামনে প্রস্তুতি সভা করেন তারা। এতে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক নিরব ইমতিয়াজ শান্ত। তারা ৬ জানুয়ারির সমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: