ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পৃথিবীর ইতিহাসে বিরল রেকর্ড স্থাপন করবেন প্রধানমন্ত্রী : এনামুল হক শামীম

আল আমিন | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২ ০২:৫৬

আল আমিন
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২ ০২:৫৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন,  মেধা, যোগ্যতা, উন্নয়ন ও অগ্রগতির কারণে শেখ হাসিনা চারবার প্রধানমন্ত্রী হয়েছেন। আগামী নির্বাচনেও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল রেকর্ড স্থাপন করবেন।

শনিবার শরীয়তপুরের নড়িয়ার ঘড়িষার ইউনিয়নে আওয়ামী লীগ ও রত্নগর্ভা মা বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়দের শাড়ি, লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, তিনি বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতাসহ সকল সেবা শতভাগ নিশ্চিত করতে কাজ করে চলছেন। এমন জনবান্ধব প্রধানমন্ত্রী পৃথিবীতে বিরল।

প্রধানমন্ত্রী যেমন মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠান, তেমনি দেশের মানুষকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য কাজ করছেন, হাওর এলাকার কৃষকের মুখে হাসি ফোটাতে কাজ করে চলছেন।

বঙ্গবন্ধুর বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তার কন্যা শেখ হাসিনা। বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

তিনি বলেন, সামাজিক অর্থনৈতিক সব সূচকেই বাংলাদেশ এখন বিশ্বের জন্য এক আকর্ষণীয় দেশে পরিণত হয়েছে। বিশেষ করে বিনিয়োগের জন্য বাংলাদেশে এখন বিনিয়োগকারীদের এক নম্বর পছন্দের দেশ। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নির্দেশনায় বাংলাদেশ পৌঁছে যাচ্ছে তার কাঙ্ক্ষিত গন্তব্যে। যে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।

 

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: