ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঐক্য-সংস্কার-নির্বাচন: সরকার, বিএনপি ও জামায়াতের যে ভাষ্য

সেলিম সোহেল | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৩:৫৮

সেলিম সোহেল
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৩:৫৮

ঐক্য-সংস্কার-নির্বাচন: সরকার, বিএনপি ও জামায়াতের যে ভাষ্য

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে জাতীয় ঐক্য, নির্বাচন ও সংস্কার ইস্যুতে ক্রিয়াশীল সব পক্ষকে যুক্ত করে প্রথমবারের মতো একটি জাতীয় সংলাপ শুরু হয়েছে।

দুই দিনব্যাপী সংলাপের প্রথম দিনে (শুক্রবার, ২৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না।’’

আর, বিএনপি মহাসচিবের বক্তব্য, ‘"সংস্কার নিয়ে যত বেশি সময় যাবে... সমস্যাগুলো তত বাড়বে।’’

সংলাপে সরকারের অন্যান্য উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনে নিহতদের স্বজনরাও কথা বলেন।

ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে ‘ঐক্য কোন পথে' শীর্ষক এই জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা।

আলোচনায় সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার অভিযোগ তোলেন বক্তাদের কেউ কেউ, লিখেছে বিবিসি।

নির্বাচন বা সংস্কার সম্পন্ন করার আগে দ্রব্যমূল্য, কর্মসংস্থান, নিরাপত্তার মতো বিষয়ে মানুষকে স্বস্তি দেওয়ার তাগিদও আসে।

 



আপনার মূল্যবান মতামত দিন: