ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু: বিশিষ্টজনদের শোক

সেলিম সোহেল | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:২৭

সেলিম সোহেল
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪ ২৩:২৭

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ (৮৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল তিনটার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশিষ্টজনেরা।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক 

এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ ডিসেম্বর) পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রধান বিচারপতির শোক

উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। হাসান আরিফের মৃত্যুতে বাংলাদেশ আইনের জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো বলে উল্লেখ করেন তিনি।

অর্থ উপদেষ্টার শোক

উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার শোক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 



আপনার মূল্যবান মতামত দিন: