
নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনার দিন সকালে থানায় জিডি করার পর সন্ধ্যায় ইফতারের ঠিক আগ মূহুর্তে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়া ইউনিয়নের দূর্গাপুর মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া মৌজার ৫৩ শতাংশ পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বপূর্ণ জমিতে নির্মাণ কাজ শুরু করলে বাধা প্রদান করেন ভুক্তভোগীরা। শুক্রবার সকালে জীবনের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরিও (জিডি) দায়ের করেন ভুক্তভোগী পরিবার। এরপর সন্ধ্যায় ইফতারের ঠিক আগ মূহুর্তে ভুক্তভোগী পরিবারের ওপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত সন্ত্রাসীরা। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রেফার্ড করেন।
অভিযুক্তরা হলেন- আশুলিয়ার দূর্গাপুর এলাকার আলিম উদ্দিনের ছেলে চাঁন মিয়া মন্ডল (৮০) এবং তার চার ছেলে হেলাল মন্ডল, আরমান মন্ডল, আশরাফ মন্ডল ও মিঠুন মন্ডল। গুরুতর আহতরা হলেন- একই গ্রামের দীনু মন্ডলের ছেলে সালাম মন্ডল, কালাম মন্ডল, সেলিম মন্ডল ও সেলিম মন্ডলের স্ত্রী বিউটি। প্রাথমিক ভাবে জানা গেছে, বিউটি বেগমের মাথায় আঘাত করা হয়েছে আর বাকিদের অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক।
অভিযুক্ত মিঠুন মন্ডল বলেন, আমার বাবার উপরেই আগে তারা হামলা করেছে। আমার মা গুরুতর আহত। এখন অজ্ঞান। মাকে নিয়ে পঙ্গু হাসপাতালে যাচ্ছি।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, আমি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আসছি আহতদের দেখতে। দুই পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে মামলা দায়ের করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: