ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিএনপির আমলে নিউমার্কেট সবসময় রণক্ষেত্র ছিল: ওবায়দুল কাদের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২ ২৩:১৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২ ২৩:১৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির আমলে রাজধানীর নিউমার্কেট এলাকা সব সময় রণক্ষেত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এখন আর সেই পরিস্থিতি নেই বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী প্রান্তিক কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি।



আপনার মূল্যবান মতামত দিন: