
নিজস্ব প্রতিবেদক : নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুইদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে দোকানপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ী, ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বৃহস্পতিবার থেকে চন্দ্রিমা সুপার মার্কেট ও নিউ সুপার মার্কেটে, চাঁদনী চক মার্কেটসহ আশেপাশের বন্ধ থাকা মার্কেটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে ব্রিফিং করে জানানো হয়। এ সময় দোকান মালিক সমিতি ও ঢাকা কলেজের শিক্ষার্থী, উভয় পক্ষই যার যার অবস্থান থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অঙ্গীকার করেন।
ব্রিফিং-এ জানানো হয়, ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য একটি সেল গঠন করা হবে। ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আশা করি, বৃহস্পতিবার সকাল থেকে আমরা একটি সুন্দর দিন দেখব।
এর আগে, বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীরা পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ এনে ডিসি, এডিসির প্রত্যাহারসহ ১০ দফা দাবি তুলে ধরেন।
প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে দুই দোকানের কর্মীদের বিরোধকে কেন্দ্র করে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকাল পর্যন্ত থেমে থেমে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
এ ঘটনায় ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এর মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর। এ ছাড়া দুই দিনের এসব ঘটনায় অন্তত ১১ জন সাংবাদিক এবং পুলিশের ২৫ জন সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
অপরদিকে, সংঘর্ষের ঘটনায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: