ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

আল আমিন | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৫৬

আল আমিন
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৫৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে একদুয়ারিয়া ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুলের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত আনিসুজ্জামান মিটুল মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও এলাকার মৃত আবদুল গণি সরকারের ছেলে। তিনি একদুয়ারিয়া ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে নির্যাতিতা শিশু ছাত্রীর পক্ষে বাদী হয়ে আনিসুজ্জামান মিটুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতিতা স্কুল শিক্ষার্থী সৈয়দেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মিটুল চেয়ারম্যান নির্যাতিতার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। গত ৬ ফেব্রুয়ারি মিটুল ওই বাড়িতে যান। ওই সময় ছাত্রীকে বাড়িতে একা পেয়ে তাকে জোড় করে ধর্ষণ করেন।

আবার গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে বাড়িতে গিয়ে ছাত্রীকে ৫ গন্ডা জমি রেজিস্ট্রি ও বিবাহের আশ্বাসে অবৈধ সম্পর্কের প্রস্তাব দিলে নির্যাতিতা ছাত্রী চিৎকার করে পাশের বাড়িতে চলে যায়। এতে আশেপাশের মানুষ ভিড় করলে ঘটনাটি জানাজানি হয়ে গেলে মিটুল দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।

পরে নির্যাতিতা ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে তারা মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: