ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বজ্রপাতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, ২ নারী শ্রমিকের মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২ ০০:০৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২ ০০:০৪

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামের আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)।

বুধবার (২০ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নাছিমা ও আফিলা ভোরে আতশবাজির কারখানায় গিয়ে পটকা বানাচ্ছিলেন। এসময় কারখানার ওপর বজ্রপাত হয়। এতে কারখানার রাসায়নিকের সংমিশ্রনে এ বিস্ফোরণ ঘটে। পরে আগুন নেভানোর পর ঘটনাস্থলে তাদের মরদেহ পাওয়া যায়।



আপনার মূল্যবান মতামত দিন: