ঢাকা | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কোটা আন্দোলন ঘিরে ঘটে যাওয়া সব ঘটনা

সেলিম সোহেল | প্রকাশিত: ২৪ জুলাই ২০২৪ ০২:৪৯

সেলিম সোহেল
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৪ ০২:৪৯

কোটা আন্দোলন ঘিরে ঘটে গেছে যত সব ঘটনা

সেলিম সোহেলঃ কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, কারফিউ, সেনা মোতায়েন, ইন্টারনেট বন্ধ ও আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলী সহ আরো ঘটে গেছে অনেক কিছু। গেলো কয়দিনে ঘটে যাওয়া এ সব তথ্য নিয়ে বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে।

কোটা আন্দোলন ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শুক্রবার মধ্যরাত থেকে জারি করা কারফিউ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে দুপুর ১০টা থেকে পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে। এই সময়ে সেনা মোতায়েন থাকবে।

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে মঙ্গলবার কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। টানা পাঁচদিন ইন্টারনেট বন্ধ থাকার পর আবার সীমিত আকারে চালু হয়েছে। গত এক সপ্তাহের সহিংসতায় নিহত হয়েছে দেড়শোর বেশি মানুষ, গ্রেফতার হয়েছে সহস্রাধিক। চার দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার ও বৃহস্পতিবার সকল অফিস, আদালত, ব্যাংক ও বাণিজ্যিক কার্যক্রম খোলা থাকবে। তবে কারফিউর কারণে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কারফিউ দুপুর ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে।

এদিকে চলমান কারফিউয়ের মধ্যেই ঢাকা মহানগর পুলিশের আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলী করা হয়েছে। সোমবার (২২ জুলাই) পুলিশ সদর দফতর থেকে বদলির এই আদেশ দেয়া হয়।

বদলি হওয়া ওসিদের মধ্যে রয়েছেন ধানমন্ডি থানার পারভেজ ইসলাম, মোহাম্মদপুর থানার মাহফুজুল হক ভূঁইয়া, খিলক্ষেত থানার হুমায়ন কবির, কাফরুল থানার ফারুকুল আলম, দারুস সালাম থানার সিদ্দিকুর রহমান, তুরাগ থানার শেখ সাদিক, দক্ষিণখান থানার আমিনুল বাশার ও কামরাঙ্গীরচর থানার শাকের মোহাম্মদ জুবায়ের।

তবে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, এটা নিয়মিত বদলির অংশ। এর সঙ্গে আন্দোলন মোকাবিলার কোনো সম্পর্ক নেই।

কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় বাতিল করে রোববার আপিল বিভাগ যে আদেশ দিয়েছে, তার আলোকে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

প্রজ্ঞাপনকে চূড়ান্ত সমাধান হিসাবে না মেনে সারা দেশে কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট সংযোগ চালু, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও সারা দেশের সমন্বয়ক ও আন্দোলনকারীদের নিরাপত্তার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় এ পর্যন্ত দেশে অন্তত দেড়শ মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক হাজার মানুষ।

টানা পাঁচদিন, বৃহস্পতিবার রাত থেকে দেশে ইন্টারনেট পুরোপুরি বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে আবার সীমিত আকারে চালু হয়েছে। তবে পুরোপুরি ইন্টারনেট এখনো চালু হয়নি।

সংঘাত ও সহিংসতার কারণে ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে গ্রেফতার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গত দুইদিনের অভিযানে সহস্রাধিক মানুষ গ্রেফতার হয়েছে বলে জানা যাচ্ছে, যাদের মধ্যে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: