
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মাহিয়া জন্নাত নুসরাত (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের লালব্রিজ সংলগ্ন পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মমতাজ উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে ব্যটারিচালিত অটোরিকশা (টমটম) করে স্কুলে যাচ্ছিল মাহিয়া। লালব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে মালবাহী ট্রাক টমটকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মাহিয়া। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিয়াকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান ওসি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: