ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সেহরি খেতে গিয়ে প্রাণ হারালেন কনস্টেবল

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২ ১৯:২৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২ ১৯:২৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-মাওয়া রোডে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদুল ইসলাম রনি (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। বাবার নাম মো. জসিম উদ্দিন। জাহিদুল সাভার মডেল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাহিদুলের বন্ধু হিমেল মিয়া গণমাধ্যমকে জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকেন। আর জাহিদুল থাকতেন সাভারে। রাতে জাহিদুলের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তখন তারা সিদ্ধান্ত নেন মাওয়া ঘাটে গিয়ে সেহরি খাবেন। এ জন্যই তারা চার বন্ধু মিলে ২টি মোটরসাইকেলে করে মাওয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জাহিদুল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে গুরুতর আহত হন। তবে তার মোটরসাইকেলের পেছনে বসে থাকা বন্ধু কাউসার (২৬) সামান্য আহত হন। তখন অন্য বন্ধুরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই রাত ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত কাউসারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জাহিদুলের শ্বশুর ফেরদাউস ভূঁইয়া গণমাধ্যমকে জানান, পাঁচ বছর আগে তার মেয়েকে বিয়ে করেছিলেন জাহিদুল। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সাভার থানার পাশেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: