
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরের গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনায় ৭ জন শিশু ও ৮ জন নারীসহ ৩০ জনের অবস্থায়ই আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এদের প্রত্যেকের ৯০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১৩ মার্চ) রাতে দুর্ঘটনার খবর শুনে তাদেরকে দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান মন্ত্রী।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আমাদের এখানে ৩০ জনের মতো ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭ জন শিশু, ৮ জন নারী রয়েছে। তবে তাদের সবাই আশঙ্কাজনক। এদের সবার ইনহেলেশন বার্ন আছে৷
তিনি জানান, ভর্তি রোগীদের কয়েকজনকে আইসিইউতে, এইচডিওতে রাখা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম যায়। সেখানে গিয়ে দগ্ধ কাউকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই দগ্ধদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: