ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মকর্তা নিহত

আল আমিন | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২ ০৩:০০

আল আমিন
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২ ০৩:০০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  সাভারে উল্টোপথে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় রোড ডিভাইডার ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে দুমড়েমুচড়ে গেছে একটি মাইক্রোবাস। এতে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

রোববার (১৭ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড সংলগ্ন পাকিজা টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মেহেদী হাসান পারভেজ (৩২)। তিনি ওয়াইপি আশুলিয়া নামের একটি ক্যাপ তৈরির কারখানায় অ্যাডমিন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাভারের রাজাশনের স্থায়ী বাসিন্দা।

দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা অপর দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ওই মাইক্রোবাসটি সড়কে উল্টোপথ দিয়ে ফুলবাড়িয়া থেকে নবীনগরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সাভারের থানা স্ট্যান্ড সংলগ্ন পাকিজা গার্মেন্টসের সামনে পৌঁছলে ঢাকামুখী আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে চাপ দিলে মাইক্রোবাসটি ডানপাশের আইল্যান্ড ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই মেহেদী হাসান পারভেজ নিহত হন। এছাড়া আরও দুইজন আহত হন।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন থেকে নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: