ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৪ ০৭:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৪ ০৭:১৫

ভোটগ্রহণের ফাইল ছবি। ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল আটটা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভোট নেওয়া হবে।

উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হবে।

২৯৯ সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ২৪টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

সর্বশেষ তালিকা অনুযায়ী, নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯।

এছাড়াও দেশজুড়ে তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।



আপনার মূল্যবান মতামত দিন: