ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

২৫ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ০৪:০১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ০৪:০১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : সাভারে ২৫ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের এপ্রিল মাসের সম্পূর্ণ বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম।

শুক্রবার (১৫ এপ্রিল) সকালে সাভারের উলাইল বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম নামের একটি শ্রমিক সংগঠন।

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ বলেন, আমরা শ্রমিকদের এপ্রিল মাসের সম্পূর্ণ বেতন-বোনাস ২৫ রোজার মধ্যে দেওয়ার দাবি জানাচ্ছি। শ্রমিকদের জন্য ঈদ কখনও আনন্দের হয়ে আসে না, ঈদের আগের দিন পর্যন্ত তাদের কাজ করতে হয়। ২৫ রোজার মধ্যে বেতন-ভাতা দেওয়া হলে আনন্দের না হোক অন্তত ঈদটা তাদের স্বস্তির হবে।

তিনি আরো বলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান গার্মেন্টস মালিকদের পক্ষে অবস্থান নিয়ে এপ্রিল মাসের ১৫ দিনের বেতন পরিশোধ করার নির্দেশনা দিয়েছে তা শ্রমিকদের সাথে একটি অমানবিক আচরণের পরিচয় দিয়েছেন। অবিলম্বে এই ঘোষণা প্রত্যাহার করে এপ্রিল মাসের সম্পূর্ণ বেতন প্রদান করার দাবি জানাচ্ছি। একই সাথে গার্মেন্টস শ্রমিকদের পরিবার-পরিজন নিয়ে ঈদ করার লক্ষ্যে পরিবহন ব্যবস্থা নিশ্চিত ও পরিবহন ভাড়া যেনো না বাড়ানো না সেদিকে প্রশাসনের নজর রাখার আহ্বান জানান।

অপরদিকে, একই দাবিতে আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।



আপনার মূল্যবান মতামত দিন: