ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আবারো বাড়লো স্বর্ণের দাম 

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৭

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১,৭৫০ টাকা। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১,১১,০৪১ টাকা।

রবিবার (২৪ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১,১১,০৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,০৬,৯২৬ টাকা, ১৮ ক্যারেটের ৯০,৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৫,৬৯৯ টাকায় বিক্রি করা হবে।

স্বর্ণের দাম বাড়া‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রূপার দাম (ভ‌রি) ২,১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২,০০৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১,২৮৩ টাকা।

গত ১৮ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। যা ১৯ ডিসেম্বর কার্যকর হয়। ওই দামেই শনিবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ৯,২৯২ টাকা, ২১ ক্যারেট ১,০৪,৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের ৮৯,৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৪,৫৩৩ টাকায় বেচাকেনা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: