
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- অজুফা, এনামুল ও অনিক। তাদের বাড়ি নীলফামারিতে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হনুফার মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাদের বাড়ি বরিশাল গৌরনদী। তারা বর্তমানে রায়েরবাজার এলাকায় থাকেন। অনিক তার মামাতো ভাই। ভোরে তাদের পরিচিত এনামুলের মোটরসাইকেল করে অনিকের বাবা অসুস্থ ইয়াকুবকে দেখতে গাজীপুরের বোর্ডবাজারে যাচ্ছিলেন হনুফা বেগম। পথে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরো জানান, তার মা বাসাবাড়িতে কাজ করেন। আর রায়েরবাজারে রিকশা মেরামতের গ্যারেজে কাজ করতো অনিক।
উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আকতরুজ্জামান ইলিয়াস বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি দেখে মনে হয়েছে, কাভার্ডভ্যানটি তিনজনকে চাপা দেওয়ার পর একজনকে হিঁচড়ে কিছুদূর নিয়ে যায়।
আপনার মূল্যবান মতামত দিন: