ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২ ০৪:২১

আল আমিন
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২ ০৪:২১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের একই পরিবারের দুই চাচাতো বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, শিশু দুটি গোসলে নেমে পানিতে ডুবে যায়।

নিহতরা হলেন- উপজেলার পদ্মকোট গ্রামের মঈনুদ্দিনের মেয়ে মাহি আক্তার (৭) ও একই পরিবারের মঈনুদ্দিনের ভাই মৃত কামরুজ্জামানের মেয়ে তানহা আক্তার (৯)।

নিহতের পরিবার জানিয়েছেন, মাহি ও তানহাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। কিছুক্ষণ পরে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাদের পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, দুপুরে শিশু দুটিকে কোথাও না পেয়ে পরিবারের লোকজন খোঁজা শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে পর পর তাদের দেহ ভেসে উঠে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মারজানা আক্তার বলেন, “হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। পরে পরিবার তাদের মরদেহ নিয়ে বাড়িতে চলে গেছে।”


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: