ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

২ বছর পর বান্দরবানে সাংগ্রাই উৎসব শুরু

আল আমিন | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২ ০৩:৩১

আল আমিন
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২ ০৩:৩১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২ বছর পর নববর্ষ কেন্দ্র করে পার্বত্য জেলা বান্দরবানে পাহাড়ি জনগোষ্ঠীর ৩ দিনব্যাপী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। আজ বুধবার সকালে শহরে রাজার মাঠে বেলুন উড়িয়ে মাহাঃ সাংগ্রাই পোয়েঃ বা বর্ষবরণ উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ উপলক্ষে এ দিন সকাল থেকে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে নিজস্ব সংস্কৃতির পোশাক পরে জড়ো হতে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তাদের সঙ্গে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে সমবেত হয় পাহাড়ের বসবাসরত ১১টি সম্প্রদায়ের জনগোষ্ঠীরা।

বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) এবং কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদ যৌথভাবে অনুষ্ঠানমালা আয়োজন করে।

বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মং নু চিং জানান, কর্মসূচি অনুযায়ী উৎসবের ২য় দিনে বৃহস্পতিবার ১৪ এপ্রিল বুদ্ধমূর্তি স্নান ও ১৫ এপ্রিল বিকেলে শহরের শঙ্খ নদীর চরে মৈত্রী পানি বর্ষণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: