ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সরকার দুর্বল হয়ে দমন নীতি গ্রহণ করেছে: রিজভী আহমেদ 

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ১৩:০৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ১৩:০৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সরকার দুর্বল হয়ে দমন নীতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আজকের সমাবেশ উপলক্ষে মঙ্গলবার থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এর ধিক্কার জানাই। গণতান্ত্রিক সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম দমন করা যায় না। সত্য ও ন্যায়ের সংগ্রাম সব সময় বিজয়ী হয়, হয়তো কিছু দিন কষ্ট হয়।

বুধবার জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আমাদের নীতি ও আদর্শ গণতন্ত্র ফেরানো, মানুষের অধিকার ও বাকস্বাধীনতা ফেরানো। সেজন্য আমরা লড়াই করছি।

আমাদের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ কারণে তাঁর ওপর এত নিপীড়ন-নির্যাতন। কিন্তু খালেদা জিয়া তার লক্ষ্য থাকে বিচ্যুতি হননি, তিনি আপোসহীন। এটাই আমাদের প্রেরণার উৎস।



আপনার মূল্যবান মতামত দিন: