অনলাইন ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্রী ও সিএনজি চালক নিহত হয়েছে। এতে আরো চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে মদনপুর-দিরাই সড়কের শরীফপুর এলাকায় এই ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত হওয়ার খবরে খবরে সুরমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনামগঞ্জ দিরাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা একটি বাস বেপরোয়া গতিতে দিরাই অভিমুখে যাচ্ছিল। এসময় উল্টো দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয় বাসের। এতে এক স্কুলছাত্রী ও সিএসজি চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের পড়ে যায়।
দুর্ঘটনায় সিএনজির আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত স্কুলছাত্রী তাসফিয়া চৌধুরী স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে শরিফপুর গ্রামের সজিব চৌধুরীর মেয়ে। নিহত সিএনজি চালক ইমরান হোসেন উপজেলার হুসেনপুর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় ফারার সার্ভিস উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
আপনার মূল্যবান মতামত দিন: