ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ত্রিশালে বাসচাপায় চারজন নিহত 

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩ ১০:০৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩ ১০:০৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে। তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা শেরপুরের একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় আসতেই হঠাৎ চাকার হাওয়া বেড়িয়ে যায়। পরে বাসটি রাস্তার পাশে দাড়িয়ে চাকা সারানোর চেষ্টা করে। এরই মধ্যে এই বাসের কয়েকজন যাত্রী অন্য আরেকটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করিয়ে চলে যেতে চায়। তারপর হঠাৎ আরেকটি বাস এসে সিগনাল দিয়ে দাঁড় করানো বাসের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় আরও একজেন মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

ওসি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: