ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভোটচোরদের মুখ থেকে শুনতে হয় সুষ্ঠু নির্বাচনের কথা : প্রধানমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩ ১৬:৫১

আল আমিন
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩ ১৬:৫১

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা ভোট চুরি করেছে তাদের মুখ থেকে শুনতে হয় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা। ’

শুক্রবার নিউইয়র্কে  সাধারণ পরিষদের ৭৮তম (ইউএনজিএ) অধিবেশনে যোগদানের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের নিজেদেরও কিছু দোষ আছে। যারা ভোট চুরি করেছে তাদের মুখ থেকে শুনতে হয় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা।

’ভোট বানচালের চেষ্টা চলছে উল্লেক করে শেখ হাসিনা বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বার বার নিরপেক্ষ নির্বাচনের কথা কেন। ভোট বানচালের চেষ্টা চলছে। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভানের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়। আমি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছি’।



আপনার মূল্যবান মতামত দিন: