ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩ ১১:৩১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩ ১১:৩১

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাপান।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬। এরপরই দেশটির পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করে জাপান কর্তৃপক্ষ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাপান দেশের পূর্ব উপকূলে ইজু উপদ্বীপের দ্বীপগুলোর জন্য ১ মিটার উচু সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে।

জাপানের আবহাওয়া সংস্থার মতে, স্থানীয় সময় বেলা ১১টায় তোরিশিমা দ্বীপের কাছে আঘাত হানা ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর এই সতর্কতা দেওয়া হয়।

ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণে প্রশান্ত মহাসাগরে। সূত্র: জাপান টাইমস, রয়টার্স।



আপনার মূল্যবান মতামত দিন: