ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিএনপি-জামায়াত নির্বাচন থামাতে পারবে না: তথ্যমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১১

ছবি: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। অনেকেই ভোট বানচালের চক্রান্ত করছে। বিএনপি-জামায়াত যতই চেষ্টা করুক নির্বাচন থামাতে পারবে না। একথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মাইজভান্ডারি আয়োজিত জশনে জলুছ ও শান্তি সমাবেশে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, স‍্যাংশন নিয়ে কথা হয়। তারা কাদের ভিসা দিবে না দিবে এটা তাদের অভ‍্যন্তরীণ ব‍্যাপার। তবে ইসরায়েল যখন ফিলিস্তিনে পাখির মত মানুষ হত‍্যা করে তাদের বিরুদ্ধে তো ভিসা স‍্যাংশন নাই। জামায়াত অলি আউলিয়ার বিরুদ্ধে ফতোয়া দেয় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এরা ইসলামে ফেতনা সৃষ্টি করছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপি বলেছিল আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে আযান বন্ধ হয়ে যাবে। অথচ আওয়ামী লীগের আমলে ৫৬০টি মডেল মসজিদ তৈরি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: