ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভিসা নিষেধাজ্ঞাপ্রাপ্তদের তালিকা সরকারের কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৯

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞায় কারা আছেন সে তালিকা সরকারের কাছে নেই। এটা তাদের বিষয় যারা নীতি দিয়েছে। আমাদের কিছু করার নাই।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভিসা নিষেধাজ্ঞা পেয়েছেন এ তালিকা জানি না। আগে যারা ছিল তাদেরটা জানি। নতুন কারা নিষেধাজ্ঞার আওতায় আছেন তাদের বিষয়টি জানা নেই।

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রীর মানবিকতায় দণ্ড স্থগিত করে বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করেছেন। দেশের সেরা চিকিৎসকরা সেখানে কাজ করছেন। কোর্টের অনুমতি ছাড়া কোন কিছু হবে না। এখানে আদালত ছাড়া কিছু হবে না। তাদের আবেদন এখনও আসে নাই।



আপনার মূল্যবান মতামত দিন: