ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাজধানীতে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪২

মিরপুরের শিয়ালবাড়ির পাশে হাজী রোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিদের বাঁচানোর চেষ্টাকালে তোলা। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে মিরপুরে ঢাকা কমার্স কলেজ সংলগ্ন হাজী রোড ঝিলপাড় বস্তিতে এ ঘটনা ঘটে। এতে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেন, ‘বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের। নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও ২জন পুরুষ। চারজনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

মৃতরা হলেন- নিহতরা হলেন, সিএনজি অটোরিকশাচালক মো: মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (৭) এবং তাদের উদ্ধার করতে যাওয়া, মোহাম্মদ অনিক (২০)। মিজানের আরেক ছেলে হোসাইন (০৭ মাস) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, ওই এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎ তার ছিঁড়ে পড়ে। সেখান দিয়ে যাওয়ার সময় প্রথমে একই পরিবারের ৪ জন বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাদের বাঁচাতে গিয়ে আরেক যুবকও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।



আপনার মূল্যবান মতামত দিন: