ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সাঈদীকে নিয়ে পোস্ট, অব্যাহতি পাওয়া ২ নেতাকে দলে ভেড়াল ছাত্রলীগ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেয়ায় অব্যাহতি পাওয়া পাঁচ ছাত্রলীগ নেতার মধ্যে দুজনের অব্যাহতি আদেশ প্রত্যাহার করেছে উপজেলা ছাত্রলীগ।

রবিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি প্রত্যাহার আদেশ পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন- উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আহমদ ও মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহিম হোসাইন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত গণমাধ্যমকে বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কোনো কার্যকলাপের সঙ্গে পুনরায় আর জড়িত হবেন না শর্তে ওই দুই নেতা লিখিত আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতে তাদের ওপর থেকে অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে, ভবিষ্যতে কাউকে এমন ছাড় দেয়া হবে না।’

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় গত ২১ আগস্ট সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ছাত্রলীগের পাঁচ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: