ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মোহাম্মদপুরে কিশোরকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

আল আমিন | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১২

আল আমিন
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:১২

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকায় চোর সন্দেহে আকাশ (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তারা হলেন- মো. জহুরুল ইসলাম বাবু (২১) ও মো. আব্দুল বারেক (২৩)।  বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল।

তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে চোর সন্দেহে নিরাপত্তা কর্মী ও নির্মাণ শ্রমিকরা আকাশকে আটক করে মারধর করে। পরে আকাশের ফুফু মালতি আক্তারের মোবাইল ফোনে কল করে একজন জানান আকাশ বরাবো সরকারি প্রাইমারি স্কুলের নির্মানাধীন প্লটে পড়ে আছে। তিনি যেন আকাশকে সেখান থেকে নিয়ে যান। এই সংবাদ পেয়ে তিনি দ্রুত সেখানে যান।

পরে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ আহত অবস্থায় পড়ে থাকা আকাশকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। এ ঘটনার কিছুক্ষণ পর আকাশের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আকাশের ফুফু মালতি আক্তার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা (মামলা-৩৯) দায়ের করেন। ঘটনাস্থলের আশপাশের সাক্ষীদের জিজ্ঞাসাবাদসহ সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়।

পরে ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরে সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে ঘটনার মূল হোতা জহিরুল ইসলাম বাবু ও আব্দুল বারেক বাবুকে গ্রেফতার করা হয়। আকাশকে মারধরের সময় আসামিদের ব্যবহৃত লাঠি, লোহার রড, ক্রিকেট খেলার স্ট্যাম্প ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

বিদেশি বার্তা / এএএ



আপনার মূল্যবান মতামত দিন: