ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বগুড়ায় ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ২১:৩৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২ ২১:৩৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাক চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (১০ এপ্রিল) সকাল ৮টার দিকে বগুড়া- সান্তাহার সড়কে দুপচাঁচিয়া পৌর এলাকার থানা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শহরের মালগ্রাম এলাকার সাখাওয়াত হোসেন পলাশ (৪৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার আলোকবাদিয়া গ্রামের মৃত গাজী আবু সাঈদের ছেলে শোয়েব মাহমুদ (৪৫)। তারা একে অপরের বন্ধু।

জানাগেছে, পলাশ নওগাঁ জেলার পোরশা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অফিসে কার্যসহকারি পদে চাকরি করেন। শোয়েব বগুড়া শহরের রানা প্লাজা নামের বহুতল ভবনে ইলেকট্রিশিয়ান। রবিবার সকালে তারা দু'জনে মটরসাইকেল যোগে নওগাঁর পোরশা যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে দুপচাঁচিয়া পৌর এলাকায় থানা বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক মটরসাইকেলসহ তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শোয়েব মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় পলাশকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে। নিহত দুই জনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: