ঢাকা | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ ১৫:০৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ ১৫:০৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ শেষে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পর সংবাদ সম্মেলনে আসছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল সোমবার জানান, আজ বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এই সংবাদ সম্মেলন।

প্রসঙ্গত, ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে তিনি ২২-২৪ আগস্ট অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলন শেষে ২৭ আগস্ট (রোববার) সকাল ৮টা ৩১ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: